রাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)-এর নির্বাচিত ভিপি, জিএস ও এজিএস সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে হলে অবস্থান করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন।
তিনি বলেন, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা হলে থাকতে পারেননি, কিন্তু ছাত্রলীগের নেতারা নির্বিঘ্নে হলে থেকেছেন ও রাজনীতি করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন আরও বলেন, ঢাকসুর নির্বাচিত ভিপি, জিএস ও এজিএস সবাই ফ্যাসিবাদী আমল থেকেই হলে থাকতেন এবং ছাত্রলীগের রাজনীতি করতেন। অন্যদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনীতি করার কারণে ছাত্রদল ও অন্য সংগঠনের কেউ হলে থাকতে পারেনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বহুবার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছি, কিন্তু তা হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি-জিএস নির্বাচিতরাও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ফলে দেখা যাচ্ছে, ভিপি বা জিএস হতে হলে ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক থাকা যেন এক ধরনের শর্তে পরিণত হয়েছে।
তবে তিনি বলেন, ছাত্রদল ন্যায়, গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকারের পক্ষে সবসময় আপসহীন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রদল সক্রিয় ভূমিকা রেখেছিল, যেখানে ১৪২ জন নেতাকর্মী শহীদ হন। অনিয়মে ভরা নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে আরও শক্তভাবে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের আবেগের জায়গা। এখান থেকেই আমি ছাত্ররাজনীতি শিখেছি। ৩৫ বছর পর এই ক্যাম্পাসে ফিরে সত্যিই আনন্দিত।
তিনি আরও বলেন, সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছে। গত ১৫ বছর ছাত্রদলের শিক্ষার্থীরা ক্লাসরুম ও গবেষণায় অংশ নিতে পারেনি। এবার যদিও বড় সাফল্য আসেনি, তবুও এটি ভবিষ্যতের জন্য আশার আলো।
সভায় সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে