জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন রাত ১০টার পর ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের স্বাধীন সময় কাটানোর পরিসর সীমিত হওয়ায় এ সিদ্ধান্তে ছাত্রসমাজে উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সিন্ডিকেটের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের বিধি বা রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনুষ্ঠান চলাকালে শব্দের মাত্রা সহনীয় রাখার নির্দেশ দেওয়া হয়।
সিদ্ধান্তটির বিরোধিতা করে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী বলেন, সাংস্কৃতিক রাজধানীখ্যাত জাহাঙ্গীরনগরে রাত ১০টার পর অনুষ্ঠান নিষিদ্ধ করা আগের প্রশাসনও করেছিল। বর্তমান প্রশাসন এটিকে আরও কঠোরভাবে বাস্তবায়ন করছে। এটি মূলত এক ধরনের দমনমূলক চিন্তা, যা প্রশাসনের অযৌক্তিক নিরাপত্তা ধারণাকেই প্রতিফলিত করে।
তিনি অভিযোগ করেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের একত্রিত হওয়ার জায়গা। প্রশাসন যেন চায় ছাত্ররা বিচ্ছিন্ন থাকুক, হলের মধ্যে সীমাবদ্ধ থাকুক।
২০২৩ সালের ৯ অক্টোবরও বিশ্ববিদ্যালয় প্রশাসন একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল। তখন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান তিন বছর অন্তর আয়োজনের নির্দেশ দেওয়া হয় এবং ব্যাচভিত্তিক রিইউনিয়ন নিষিদ্ধ করা হয়। রাত ১০টার পর অনুষ্ঠান চললে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং আয়োজক সংগঠনকে কালো তালিকাভুক্ত করার নির্দেশও ছিল।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর বলেন, জুলাই অভ্যুত্থানের প্রোডাক্ট দাবি করা এই প্রশাসন পূর্ববর্তী স্বৈরাচারী সিন্ডিকেটের সিদ্ধান্ত পুনরায় কার্যকর করেছে। এটি আমরা জুলাইয়ের শহিদদের প্রতি অবমাননা হিসেবে দেখি।
রিপোর্টার্স২৪/আরকে