রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জিওসায়েন্সেস ফর অ্যাচিভিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সিনেট ভবনে প্রফেসর এ এইচ এম সেলিম রেজার সভাপতিত্বে শুরু হয় এই সম্মেলন।
সম্মেলনে ২৭টি অ্যাকাডেমিক সেশনে ২১৬টি প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে দেশ -বিদেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ের প্রায় ৩৫০ জন গবেষক, বিজ্ঞানী, শিক্ষক ও নীতিনির্ধারক অংশ নিচ্ছেন।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের সচিব প্রফেসর মো. মিজানুর রহমান (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ)। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাইকেল এস স্টেকলার সম্মেলনে কী-নোট বক্তৃতা দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর মো. লতিফুর রহমান সরকার এবং ভূতত্ত্ব ও খনিবদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ইউনুস আহমদ খানও বক্তৃতা দেন।
রিপোর্টার্স২৪/আরকে