| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে রাবিতে প্রতীকী মানববন্ধন

  • আপডেট টাইম: 16-11-2025 ইং
  • 763 বার পঠিত
৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে রাবিতে প্রতীকী মানববন্ধন

রাবি প্রতিনিধি : ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষা ২ মাসে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার (১৬ নভেম্বর) প্রতীকী মানববন্ধন করেছে। শিক্ষার্থীরা মুখে লাল কাপড় বেঁধে বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নেন।

এসময় তারা 'বৈষম্য বিরোধী বাংলায় স্বৈরাচারের ঠাই নাই', 'প্রশ্ন ফাসের ১৮ মাস বৈধের কেন ২ মাস', 'কষ্টের টেকা ৪৭ আমার নষ্ট করার তুমি কে আবার ', '৪৭ মারা রোডম্যাপ বাতিল চাই, করতে হব', 'আমার ভাইয়ের উপর হামলা কেন পিএসসি তুই জবাব দে ' ইত্যাদিসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদমূলক স্লোগান দেয়।

ইসলামী ছাত্র আন্দোলন রাবি শাখার সভাপতি মাহবুব আলম বলেন, আমাদের সর্বনিম্ন ছয় মাস সময় দিতে হবে, যাতে আমরা প্রিলি প্রিপারেশন নিতে পারি এবং যারা পুরাতন আছে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষা দিতে পারি। এছাড়া ৯ নভেম্বর ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশী হামলার বিচারও প্রয়োজন।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহার জানান, পিএসসি কর্তৃক নির্ধারিত অযৌক্তিক সময়ের কারণে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি ও বসার সময় সীমাবদ্ধ হয়ে পড়েছে।

এসময় প্রিলিতে উত্তীর্ণ বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪