| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ ডিসেম্বরেই শাকসু ভোট হবে বললেন উপাচার্য, ছাত্র সংগঠনগুলোর প্রত্যাখ্যান

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 1990 বার পঠিত
১৭ ডিসেম্বরেই শাকসু ভোট হবে বললেন উপাচার্য, ছাত্র সংগঠনগুলোর প্রত্যাখ্যান

রিপোর্টার্স২৪ডেস্ক : আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর, রোববার (১৬ নভেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তপশিল ঘোষণার কথা জানিয়েছেন উপাচার্য ড. এএম সারওয়ার চৌধুরী। শনিবার রাত ১০টায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচন ১৭ ডিসেম্বর হবে।

কোষাধ্যক্ষ ড. ইসমাইল হোসেন বলেন, ‘কমিশনের টেকনিক্যাল টিম জানিয়েছে, ৮ ডিসেম্বর নির্বাচনের জন্য তারা প্রস্তুত নয়। চূড়ান্ত ভোটার তালিকা, প্রার্থী তালিকা প্রকাশ ও ভোট গ্রহণের জন্য ওএমআর প্রস্তুতসহ বেশ কিছু কাজ বাকি আছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব নয়।’

উপাচার্য বলেন,উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করা হবে। রোববার রোড ম্যাপ ঘোষণা হবে। তিনি জানান, কিছু শিক্ষার্থী ৮–১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও নির্বাচন কমিশনের প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন। 

তিনি আরও বলেন, ‘আমরা কারও দাবির প্রতি বিরূপ নই এবং কারো দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করিনি। তবে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় প্রস্তুতির সময় দিতে হবেই।’

বৈঠকে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সেলিম।

আন্দোলনকারীদের পক্ষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান বলেন, ‘শাকসুর ঘোষিত তারিখ আমরা প্রত্যাখ্যান করেছি। ১২ ডিসেম্বরের আগে যে কোনো এক দিন নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। তা না হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে। একই সঙ্গে শীতকালীন ছুটি বাড়ানোর প্রশাসনিক সিদ্ধান্তকে সব শিক্ষার্থীই প্রত্যাখ্যান করেছে।’ 

রিপোর্টর্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪