| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ফ্যাসিস্ট’ অভিযোগে বিরক্ত ফুটবলার

  • আপডেট টাইম: 11-11-2025 ইং
  • 19265 বার পঠিত
‘ফ্যাসিস্ট’ অভিযোগে বিরক্ত ফুটবলার

স্পোর্টস ডেস্ক: প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) গোলরক্ষক লুকাস শেভালিয়ে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ডানপন্থী রাজনৈতিক দল ‘ন্যাশনাল র‍্যালি’র এক নেতার ভিডিওতে তার একটি লাইক যেন ঝড় তুলেছে অনলাইনে। ফরাসি গণমাধ্যম ও ফুটবলভক্তদের একাংশ অভিযোগ তুলেছে—তিনি ‘ফ্যাসিস্ট মতাদর্শে’ বিশ্বাসী।

তবে শেভালিয়ের ব্যাখ্যা একেবারে ভিন্ন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই ২৪ বছর বয়সী গোলরক্ষক দাবি করেছেন, পুরো ঘটনাটি ‘একটি দুর্ঘটনামূলক লাইক’ ছাড়া কিছুই নয়।

‘ম্যাচের আগে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে পোস্ট স্ক্রল করতে করতে হঠাৎই একটা ভিডিওতে লাইক পড়ে যায়’, লিখেছেন শেভালিয়ে। ‘এরপর দেখি আমার নামটা এমনভাবে ঘুরছে যেন আমি কোনো রাজনৈতিক মতবাদের প্রতিনিধি! এটা আমাকে সত্যিই বিরক্ত করছে।’

তিনি আরও বলেন, ‘যারা আমাকে চেনে, তারা জানে আমার পরিবার আমাকে সবসময় সম্মান, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দিয়েছে। আমি কখনোই ঘৃণার কোনো মতাদর্শে বিশ্বাস করতে পারি না।’

তবে শেভালিয়ে স্বীকার করেছেন, ক্ষতিটা হয়ে গেছে। তার ভাষায়, ‘আমাকে ‘ফ্যাসিস্ট’ বানিয়ে তোলা হয়েছে, এমনকি আমার পরিবারকেও টেনে আনা হয়েছে। আমি ভিকটিম হতে চাই না, কিন্তু কিছু মানুষের আচরণ সীমা ছাড়িয়েছে।’

দলের সাম্প্রতিক লিগ ম্যাচে লিওঁর বিপক্ষে ৩–২ গোলের জয়ে প্রথম একাদশে ছিলেন তিনি। শেভালিয়ে জানান, এই বিতর্ক তার মাঠের পারফরম্যান্স নিয়েও কটাক্ষের জন্ম দিয়েছে। ‘কিছু মানুষ এখন আমার খেলার মান নিয়েও প্রশ্ন তুলছে। কিন্তু তারা গোলরক্ষকের ভূমিকা বোঝে না। আমি কেবল বলতে পারি, আমি নিজের ভুলের দায় নিচ্ছি এবং ভবিষ্যতেও একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যাব।’

চলতি মৌসুমে ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোন্নারুমা ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ার পর থেকেই পিএসজির মূল একাদশে সুযোগ পাচ্ছেন শেভালিয়ে। মাঠে নতুন দায়িত্বে যেমন নিজেকে প্রমাণের চাপে আছেন, মাঠের বাইরের এই বিতর্কও এখন তার জন্য বড় এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪