| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

  • আপডেট টাইম: 12-11-2025 ইং
  • 18221 বার পঠিত
রাবিতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের আয়োজনে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি” শীর্ষক ২য় আন্তর্জাতিক কনফারেন্স। এ সম্মেলনে দেশি-বিদেশি গবেষকরা তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিজ্ঞান অনুষদের ডিন অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কনফারেন্সের আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. রজাউল করিম।

তিনি বলেন, “গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিক অগ্রযাত্রা বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ আয়োজন সেই প্রচেষ্টারই অংশ।”

জানা যায়, দুই দিনব্যাপী এই কনফারেন্সে মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর মধ্যে ২২৭টি মৌখিক এবং ২৭৭টি পোস্টার প্রেজেন্টেশন। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশের গবেষকেরাও অংশ নেবেন।

কনফারেন্সে পাঁচজন বিশিষ্ট বিজ্ঞানী কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন। তাঁরা হলেন, প্রফেসর স্টুয়ার্ট ক্লার্ক (ডারহাম ইউনিভার্সিটি, যুক্তরাজ্য) প্রফেসর এমেরিটাস ড. শাহজাহান খান (উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং প্রফেসর এমেরিটাস, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া), প্রফেসর এমেরিটাস ড. এ. কে. এম. আজহারুল ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ, রাবি)

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মঈন উদ্দিন এবং মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান।

সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. নাসিমা আখতার।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪