| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাদিক কায়েম বললেন, ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে মাঠে থাকবে ডাকসু

  • আপডেট টাইম: 12-11-2025 ইং
  • 18152 বার পঠিত
সাদিক কায়েম বললেন,  ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে মাঠে থাকবে ডাকসু
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ক্যাম্পাসে ‘নিষিদ্ধ ছাত্রলীগে’র সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে শিক্ষার্থীদের নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

পোস্টে সাদিক কায়েম লেখেন, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবে ডাকসু।

পোস্টে তিনি জানান, বুধবার রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত হবে এবং রাত ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে। এ ছাড়া রাতভর ও পরের দিন বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে, যাতে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা ঠেকানো যায়।

পোস্টে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দলবেঁধে নেমে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দলীয় কর্মসূচি ‘লকডাউন’ ঘিরে রাজধানীসহ সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতমধ্যে দেশের বিভিন্ন স্থানে বেশি কিছু বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

রিপোর্টার্স২৪/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪