রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর বাজারে চলতি সপ্তাহে সবজির দাম আবারও বেড়েছে। গত কয়েক মাসের তুলনায় চলতি মাসের শুরুতে কিছুটা কম ছিল সবজির দাম, কিন্তু শুক্রবার (১৪ নভেম্বর) বাজারে দেখা গেছে, আগের সপ্তাহের তুলনায় সবজির দামের বৃদ্ধিই স্পষ্ট। বিক্রেতাদের বরাতে জানা গেছে, এর প্রধান কারণ হলো গতকালের রাজনৈতিক কর্মসূচি, যার কারণে ঢাকায় সবজির ট্রাক কম এসেছে। সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক বলে মনে করছেন তারা।
বাজার পরিদর্শনে দেখা গেছে, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, যেখানে আগের সপ্তাহে ছিল ৬০ টাকা। শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, বেগুন ১০০ টাকা, পেঁয়াজের ফুল ৮০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, করলা ১০০ টাকা। এছাড়া শসা ৮০ টাকা, আলু ৩০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ ৭০–৮০ টাকা, কাঁচা টমেটো ১০০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মূলা ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা এবং গাজর ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী জিতু জানান, গত সপ্তাহে কম দামে সবজি কিনেছিলাম, আজ একই সবজি ২০-৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। শীতে সাধারণত সবজির দাম কম থাকে, কিন্তু আজ পরিস্থিতি বিপরীত।
গুলশান-বাড্ডা লিংক রোডের সবজি বিক্রেতা ফরিদ মিয়া বলেন, আজ কারওয়ানবাজারে সরবরাহ কম এবং দাম বেড়ে গেছে। সরবরাহ সংকটের প্রভাব খুচরা বাজারে পড়েছে।
কাওরান বাজারের ব্যবসায়ী শাইফুল ইসলাম বলেন, গতকাল রাজনৈতিক কর্মসূচির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলনামূলকভাবে সবজির ট্রাক কম এসেছে। এ কারণেই দাম বেড়েছে। শীতের শুরুতে সাধারণত এমন দামের ওঠানামা হয় না।
সার্বিকভাবে, রাজনৈতিক কর্মসূচি ও সরবরাহ কমে যাওয়ার কারণে বাজারে সবজির দাম উর্ধ্বমুখী হয়ে পড়েছে, যা সাধারণ ক্রেতার ওপর সরাসরি প্রভাব ফেলেছে।
রিপোর্টার্স২৪/ঝুম