| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবদ্দশায় আর কোনো রাজনৈতিক দল না করার ঘোষণা লতিফ সিদ্দিকীর

  • আপডেট টাইম: 14-11-2025 ইং
  • 4429 বার পঠিত
জীবদ্দশায় আর কোনো রাজনৈতিক দল না করার ঘোষণা লতিফ সিদ্দিকীর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: জীবদ্দশায় আর কোনো রাজনৈতিক দল না করার ঘোষণা দিয়ে সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকার অঙ্গীকার করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে কর্মী-সমর্থক-অনুসারীদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি, জিয়া পারেননি, এরশাদ পারেননি, খালেদা জিয়াও পারেননি,আর একজনের নামই আমি বলতে চাই না। জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।

আবদুল লতিফ সিদ্দিকী আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল। কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পূরণ হয়নি।

এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর স্ত্রী সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন এলাকার কর্মী-সমর্থক-অনুসারীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪