| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে শেষ হলো ‘বিএসসিএফ ফিউচার স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’

  • আপডেট টাইম: 14-11-2025 ইং
  • 4659 বার পঠিত
রাবিতে শেষ হলো ‘বিএসসিএফ ফিউচার স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’

রাবি প্রতিনিধি: বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ), শি-স্টেম (SheSTEM) ও রাজশাহী নভোথিয়েটারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘বিএসসিএফ ফিউচার স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’-এর প্রথম কোহর্টের কার্যক্রম শেষ হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নভোথিয়েটারের মাল্টিপারপাস হলে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এক মাসব্যাপী এ ইন্টার্নশিপ কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন নারী এবং ৬ জন পুরুষ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অক্টোবরজুড়ে মানবসম্পদ ব্যবস্থাপনা, গবেষণা পদ্ধতি, টেলিস্কোপের মৌলিক ধারণা, ইনোভেশন, ডিজিটাল পরিচয় ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি এসডিজি-৪, ৫ ও ১৭ লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম, অধ্যাপক ড. ইকরাম হোসেন, ড. হাবিবুর রহমান, রুয়েটের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি, রাজশাহী নভোথিয়েটারের উপপরিচালক এবাদত হোসেন ও বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী জেলার জেলা প্রশাসক আফিয়া আখতার। গ্রাজুয়েশন স্পিকার ছিলেন প্রফেসর ড. রায়হানা শামস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. মোজ্জামেল হোসেন বকুল, লাইটক্যাসেল পার্টনার্সের সিনিয়র বিজনেস কনসালট্যান্ট ওমর ফারহান খান এবং নাজমুল কবীর আল মেহমুদ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা।

নভোথিয়েটারের উপপরিচালক এবাদত হোসেন বলেন, নভোথিয়েটার শুধু বিনোদনের জন্য নয়, গবেষণার জন্যও এটি উন্মুক্ত। এমন আয়োজন আরও হওয়া প্রয়োজন। বিএসসিএফকে ধন্যবাদ সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য।

বিশেষ অতিথি প্রফেসর ড. মোজ্জামেল হোসেন বকুল বলেন, বিজ্ঞান শিক্ষার্থীরা-ছেলে-মেয়ে উভয়েরই এগিয়ে যাওয়ার কথা। নারীদের বিজ্ঞান শিক্ষায় অংশগ্রহণে বিএসসিএফ ইতিবাচক ভূমিকা রাখছে। প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এ ধরনের উদ্যোগ নারীদের অগ্রযাত্রায় সহায়তা করবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থী রামিসা মহসীন বলেন, এ প্রোগ্রাম থেকে আমরা নতুন অভিজ্ঞতা পেয়েছি। কীভাবে এগোতে হবে এবং চারপাশের সুযোগগুলোর ব্যবহার করতে হবে। এসব বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি।

শি-স্টেম বাংলাদেশে নারী শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত শিক্ষায় সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে। অপরদিকে বিএসসিএফ তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক নেতৃত্ব বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪