রিপোর্টার্স২৪ ডেস্ক : উন্নত দেশের কাতারে পৌঁছাতে হলে বাংলাদেশকে এখনই উদ্ভাবন এবং উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তর করতে হবে। এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত জব ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় শুধু চাকরির সার্টিফিকেট যথেষ্ট নয় বাজারে টিকে থাকতে হলে প্রয়োজন বাস্তব দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং কাজের উপযোগী সক্ষমতা।
উপদেষ্টা আরও বলেন, অন্যান্য পেশার মতো রাজনীতিকেও এখন পেশা হিসেবে বিবেচনা করা দরকার। ঘুষ, চাঁদাবাজি বা অনিয়ম দিয়ে নয়— সততা, নীতি এবং নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালনই হওয়া উচিত।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ক্ষুদ্র শিল্পে বিনিয়োগ, প্রশিক্ষণ এবং পর্যাপ্ত সহায়তা বাড়ানো জরুরি। তিনি মনে করেন, ক্ষুদ্র উদ্যোক্তারা শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।
রিপোর্টার্স২৪/ঝুম