| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করল বিএসএফ

  • আপডেট টাইম: 10-07-2025 ইং
  • 482615 বার পঠিত
বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করল বিএসএফ
ছবির ক্যাপশন: বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ১০৮৩ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে।

📍 জামালপুর প্রতিনিধি | রিপোর্টার্স২৪

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের (পুশইন) সন্দেহে সাতজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ১০৮৩ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন— বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পাটমারা গ্রামের মো. বেলায়েত খান (৫৫) ও তার ছেলে মো. ইসলাম (২২); ফরিদপুরের মুকসুদপুর উপজেলার বগাইল গ্রামের তাসলিমা বেগম (৫০) ও তার ছেলে কুরবান আলী (২৫); খুলনার খালিশপুর উপজেলার নূরনগর বিশ্বাসপাড়ার সুমি আক্তার (৩০) ও তার বোন রুমি আক্তার সোহাগী (২০); বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা গ্রামের মায়া বেগম (৩২)।

সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে কয়েকজনকে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তারা তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খবর দেন। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন এবং পরবর্তীতে বকশীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শকের আহাম্মেদ জানান, ‘আটকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




📎 রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪