নড়াইল প্রতিনিধি, রিপোর্টার্স২৪
কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামে পুকুরে ডুবে শাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে থেকে সন্ধ্যার মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
নিহত সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে এবং মানিক বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। মানিক মায়ের সঙ্গে মামাবাড়িতেই থাকত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু দুটি। পরিবারের সদস্যরা সেসময় ব্যস্ত থাকায় তারা নজরের বাইরে চলে যায়।
একপর্যায়ে খেলতে খেলতে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। সন্ধ্যার পর তাদের বাড়িতে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ৮টার দিকে অপর শিশুর মরদেহও উদ্ধার করা হয়।
খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুরা খেলা করতে করতে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
.
রিপোর্টাস২৪/এস