| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরিচা পয়েন্টে যমুনার পানি বেড়েছে ৬ মিলিমিটার

  • আপডেট টাইম: 14-07-2025 ইং
  • 472826 বার পঠিত
আরিচা পয়েন্টে যমুনার পানি বেড়েছে ৬ মিলিমিটার
ছবির ক্যাপশন: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীতে গত ২৪ ঘণ্টায় ছয় মিলিমিটার পানি বেড়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীতে গত ২৪ ঘণ্টায় ছয় মিলিমিটার পানি বেড়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে যমুনা নদীতে পানি বাড়ার এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্তর পরিমাপক ফারুক হোসেন।

যমুনা নদীর পানি বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৮.৫৩ সেন্টিমিটার।

টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢল আর নদীতে তীব্র স্রোতের ফলে নদী তীরবর্তী এলাকাসহ চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। অপরদিকে যমুনা নদীতে পানি বাড়ার কারণে জেলার ভেতর দিয়ে প্রবাহিত নদনদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। জেলার নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চলের ফসলের জমিতে এরই মধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাণ ফারুক হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে পানি বেড়েছে ছয় মিলিমিটার। আরও কয়েকদিন পানি বাড়া অব্যাহত থাকতে পারে।


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪