ঠাকুরগাঁও প্রতিনিধি :
শিক্ষা প্রতিষ্ঠানে গোপন তৎপরতা, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।
সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি চিহ্নিত গোষ্ঠী শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা ছড়াতে গোপনে তৎপরতা চালাচ্ছে। তারা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছে। বক্তারা এসব ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকে সতর্ক ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভে জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক রিজু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন হৃদয়, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপুল ইসলাম বাবু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ছাত্রদল নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় তারা মাঠে থাকবে এবং যে কোনো গোপন ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।
.
রিপোর্টাস২৪/এস