জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সারাদেশে জাতীয় শোক দিবস পালন হচ্ছে। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের জন্য জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মো. আতিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক প্রমুখ।
এদিকে জীবননগরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলন যে উদ্দেশ্যে হয়েছিল আমার যেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি। সমাজ এবং দেশ থেকে যেন বৈষম্য দূর করতে পারি।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই রংপুরে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
.
রিপোর্টার্স২৪/এস