| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে যুবদলের সমাবেশ, ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা নেতৃবৃন্দের

  • আপডেট টাইম: 17-07-2025 ইং
  • 467951 বার পঠিত
বেনাপোলে যুবদলের সমাবেশ, ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা নেতৃবৃন্দের
ছবির ক্যাপশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক জরুরী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলের রহমান চেম্বার চত্বরে ।

বেনাপোল প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক জরুরী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলের রহমান চেম্বার চত্বরে ।

বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত সভায় শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম সভাপতিত্ব করেন ও সঞ্চালযন করেন,  শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।

নেতৃ্বৃন্দ কর্মীদের উদ্দেশ্য বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে।  শৃঙ্খলা রক্ষায় সকলকে  ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।

সভায়  বক্তব্য রাখেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আতিকুজ্জামান সানি সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার।

আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রাহানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সহ এ সভায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪