| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাঁদামাটির পথে নয় পাকা রাস্তায় বিদ্যালয়ে যেতে চাই

  • আপডেট টাইম: 17-07-2025 ইং
  • 468132 বার পঠিত
কাঁদামাটির পথে নয় পাকা রাস্তায় বিদ্যালয়ে যেতে চাই
ছবির ক্যাপশন: ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামের চারহাজার পরিবারের একমাত্র যাতায়াতের কাঁচা পথ সংস্কার ও পীচ ঢালাইয়ের দাবীতে মানববন্ধনে

ভাঙ্গা প্রতিনিধি :

আমরা শিশু। বিদ্যালয়ের পাশে সকল শিশুর বাড়ি নয়। অনেক দূরের থেকে বিদ্যালয়ে আসতে হয়। বিদ্যালয়ের যাতায়াতের একমাত্র পথে সামান্য বৃষ্টি হলে হাঁটু জল আর কাদা মুক্ত হয়ে পড়ে। রাস্তার সংস্কার উন্নয়ন করে দিন। পায়ে হেঁটে নয় বিদ্যা অর্জন লাভের জন্য সুন্দর করে  রিক্সা ভ্যানে বিদ্যালয়ে যেতে চাই।

কথাগুলো বলছিল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামের চারহাজার পরিবারের একমাত্র যাতায়াতের কাঁচা পথ সংস্কার ও পীচ ঢালাইয়ের দাবীতে মানববন্ধনে অংশ গ্রহনকারী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু ও মাধ্যমিক বিদ্যালয়ের কিশোর কিশোরীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর বাজার থেকে বটতলা মোড় পর্যন্ত  প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের দাবীতে শতাধিক নারী পুরুষ ও শিশু কিশোর মানববন্ধনে অংশ গ্রহন করে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম. ছিদ্দিক মিয়া। ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওসমান মাতুব্বর, মো. নাসির মিয়া, রাজ্জাক মাতুব্বর, সলেমান মাতুব্বর, রুবেল মাতুব্বর, বেলায়েত শেখ, ওয়াসিম মাতুব্বর প্রমুখ।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪