| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় কুমার নদের চার কিলোমিটার কচুরিপানা পরিষ্কারে ছাত্রদল

  • আপডেট টাইম: 18-07-2025 ইং
  • 459140 বার পঠিত
ভাঙ্গায় কুমার নদের চার কিলোমিটার কচুরিপানা পরিষ্কারে ছাত্রদল
ছবির ক্যাপশন: ভাঙ্গায় কুমার নদের চার কিলোমিটার কচুরিপানা পরিষ্কারে ছাত্রদল

ভাঙ্গা প্রতিনিধি  :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত কুমার নদে ব্যাপক কচুরিপানা গাঁট বাঁধে বর্ষা মৌসুমে। এবছরেও কোন ব্যতিক্রম হয়নি। দৃষ্টি যতদূর যাবে শুধুই গাঁট বাঁধে আছে কচুরিপানা। গাঁট বাঁধা কচুরিপানার কারণে নদীতে তীল মাত্র ঠাই মিলেনা ছোট বড় নৌকা থেকে শুরু করে নদী পথের যেকোন ধরনের যানচলাচলে। নদীর বুকে সৃষ্ট কচুরিপানা গাঁট বাঁধায় চরম ভোগান্তির শিকার হতে হয় সকলকে। বেশ কিছুদিন সমস্যার সৃষ্টি হয়  কুমার নদের দুতীরের বসতিদের কচুরিপানা গাঁটে। এককথায় দুর্ভোগের চিত্র ফুটে ওঠে সহসায় কচুরিপানা পরিষ্কার করা হলে।

ভাঙ্গা কুমার নদীর ঘাটের দীর্ঘ ৫০ বছর ধরে দুপাড়ের মানুষের পারাপারের জন্য একমাত্র চৌকি আদালত পাড়ার খেয়াঘাটের মাঝি মাল্লারাও কচুরিপানা গাঁটের জন্য নৌকা চলাচলে চরম বিড়ম্বনার শিকার হয়ে ওঠে।একমাত্র জীবন জীবীকা নির্বাহ খেয়াঘাটে কচুরিপানা গাঁটের সারিবদ্ধভাবে জমে থাকায় খেয়াপারের মাঝিমাল্লাদের জীবনও সীমাহীন কষ্টে চলতে হয়।

জনসম্মুখে নদীর মধ্যে গাঁটবাধা৷ কচুরিপানা পরিষ্কার করতে উপজেলা বা পৌর প্রশাসন থেকে  উদাসীনতায় ঠিক সেই মুহূর্তে ভাঙ্গা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে কচুরিপানা পরিষ্কারের সিদ্ধান্ত গ্রহন করে ছাত্রদলের নেতাকর্মীরা।

কচুরিপানা গাঁট পরিস্কারের সমম্বয়ক সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার দুপুর তিনটা পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং শ্রমের বিনিময়ে আরও কিছু শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কুমার নদের গাঁটবাঁধা কচুরিপানার চার কিলোমিটার নদী পথের পরিষ্কারের কাজ চলছে।

দুদিনে পৌরসভার প্রায় দেড় কিলোমিটার নদী পথের গাঁট বাধা কচুরিপানা পরিষ্কার করার সামাজিক কাজে সংশ্লিষ্ট উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক  ফজলে সোবাহান শামিম ও আলমগীর কবিরাজের নেতৃত্বে তারা নদী থেকে কচুরিপানা পরিষ্কার চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

এবিষয়ে রিপোর্টাস টুয়েন্টি ফোর প্রতিনিধিকে কুমার নদের কচুরিপানা গাঁট পরিস্কার কর্মসূচির সমন্বয়ক জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আজিজুল হাসান হৃদয় বলেন, ভাঙ্গা উপজেলার ঐতিহ্যের প্রতীক কুমার নদ। বর্ষা মৌসুমে নদীর মধ্যে বিভিন্ন জায়গা থেকে ভেসে আসা কচুরিপানার বিশাল এলাকা জুড়ে গাঁট বেধে থেকে। এতেকরে নদীর দুপাড়ের তীরবর্তী এলাকার জনগণের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে ভাঙ্গা বাজারের জন্য মালামাল বাহন নৌকার চলাচলে প্রতিবন্ধকতা, তীরবর্তী মানুষের রান্না ও গোসলের পানি সংগ্রহে ভোগান্তির শিকার এবং বিষাক্ত সাপের আনাগোণা বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিবিধ সামাজিক সমস্যার বিষয়গুলো সামনে রেখে জাতীয় তাবাদী দল বিএনপির সংশ্লিষ্টদের সমন্বয়ে কুমার নদের কচুরিপানা পরিষ্কারে স্বেচ্ছায়শ্রমের তাগিদে সামাজিক কাজে নিজেদের সচেষ্ট করার দৃঢ় প্রত্যয়ে আগামী দিনের  যেকোন সামাজিক কাজে এগিয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কুমার নদের কচুরিপানা গাঁট পরিস্কার কর্মসূচির বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন বলে  জানিয়ে বলেন, সামাজিক কাজের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় আন্তরিকতার সাথে দেখা হয়ে থাকে। কচুরিপানা গাঁট পরিস্কার করার পাশাপাশি কুমার নদ নিয়ে উপজেলা প্রশাসনের কিছু সামাজিক  কাজ হাতে রয়েছে যথাযথ সময়ে ভাঙ্গাবাসীর কাছে দৃশ্যমান হয়ে ওঠবে বলে তিনি জানান।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪