| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ নিহত ২

  • আপডেট টাইম: 19-07-2025 ইং
  • 457339 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ নিহত ২
ছবির ক্যাপশন: ঢাকায় সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর দুই নেতা নিহত ও কয়েকজন আহত হয়েছে।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঢাকায় সমাবেশে আসারপথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর দুই নেতা নিহত ও কয়েকজন আহত হয়েছে।

শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশফাক হোসেন।

নিহতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার আবু সাঈদ (৫৫) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)। আবু সাঈদ দাকোপ উপজেলা জামায়াতের আমির।

ওসি আশফাক জানান, হতাহতরা একটি মিনি বাসে করে খুলনা থেকে ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা গোলচত্বরে মহাসড়কের উপর বাসটি যাত্রা বিরতি দেয়। এসময় খুলনা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিনি বাসটিকে ধাক্কা দেয়। তাতে মিনি বাসের সামনে দাঁড়িয়ে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যায়। আর যানটির ভেতরে থাকা ৮-৯ জন আহত হয়।

পুলিশ কর্মকর্তা আশফাক সকালে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে মিনি বাস ও লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে।”


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪