| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে জুলাই শহীদদের স্মরণে কবরে পাশে বৃক্ষরোপণ

  • আপডেট টাইম: 19-07-2025 ইং
  • 457329 বার পঠিত
চাঁদপুরে জুলাই শহীদদের স্মরণে কবরে পাশে বৃক্ষরোপণ
ছবির ক্যাপশন: গেল বছর জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ, একবৃক্ষ কর্মসূচি চাঁদপুরে পালিত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি :

গেল বছর জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ, একবৃক্ষ কর্মসূচি চাঁদপুরে পালিত হয়েছে।  প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে সোনালু (Cassia Fistula) জাতের বৃক্ষ।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার আট উপজেলার ৩১ জন শহীদের কবরের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ।

সকালে সদর উপজেলার চন্দ্রা ইউনিয়নে ২জন এবং পৌর এলাকার একজনসহ তিন শহীদের কবরের পাশে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ  করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন ।

 চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান, জেলা বন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শহীদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক জানান, জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে প্রত্যেকটি কর্মসূচি চাঁদপুরে সবাইকে নিয়ে সম্পাদন করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচিতেও সকালে বন বিভাগ থেকে বৃক্ষসহ প্রত্যেক উপজেলায় কর্মকর্তাদেরকে পাঠানো হয়েছে।

এদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে শহীদ পরিবারের সদস্যের সাথে কথা বলেছেন এবং খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক। 


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪