সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে আকস্মিক ঝুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার চর চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন এবং ত্রান ও পূনর্বাসন দপ্তরের পক্ষ থেকে এই সামগ্রীগুলো বিতরন করা হয়। ২৪টি পরিবাররের মাঝে তিতরন করা সামগ্রীগুলোর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য ২৪পিস ঢেউটিন, নগদ ৩ হাজার টাকা ও ৫০ কেজি চাউল।
ক্ষুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূনর্বাসনের লক্ষে ত্রানসমাগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, আকস্মিক ঝুর্নিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ইটালি, বাহুকা, চিলগাছা ও চরচিলগাছা গ্রামে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটি অপূরনীয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূনর্বাসনে পাশে থাকবে জেলা প্রশাসন।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে ত্রান বিতরন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ।#
.
রিপোর্টার্স২৪/এস