সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানেরর শহীদদের স্বরনে বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার সকালে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা প্রাশসন ও বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়।
এক শহীদ এক বৃক্ষ স্লোগানে জেলার ১৩ জন শহীদের স্বরনে ১৩টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, জুলাই-আগস্টে যে সকল ছাত্র-জনতা জীবন উৎসর্গ করে স্বৈরাচারী শাসনকালের অবসান ঘটিয়েছে তাদের আজীবন কৃতজ্ঞচিত্রে স্বরন করবে এই জাতি। তাদের স্মৃতি সংরক্ষণে সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে এই বৃক্ষরোপন করা হচ্ছে।
জুলাই শহীদদের স্মতি সংরক্ষণে বৃক্ষ রোপন কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
.
রিপোর্টার্স২৪/এস