| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বালু তোলার দায়ে দু'জনকে জরিমানা

  • আপডেট টাইম: 20-07-2025 ইং
  • 456343 বার পঠিত
বালু তোলার দায়ে দু'জনকে জরিমানা
ছবির ক্যাপশন: বালু তোলার দায়ে দু'জনকে জরিমানা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগরে জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলার দায়ে দু'জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) বেলা ১টার দিকে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রায়পুর বাজার সংলগ্ন একটি স্থান থেকে কৃষ্ণপুর গ্রামের মাসুম বিল্লাহের ছেলে হাসানুজ্জামান (২১) ও মসলেম আলীর ছেলে হাবিবুর (৫০) অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছে এমন সংবাদ পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। পরে তিনি সেখানে গিয়ে অভিযোগের প্রমাণ সত্যতা পান। এ সময় বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০২৩ এর ৭(ক)(গ) ধারায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেন। 

সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, দুজনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০২৩ এর ৭(ক)(গ) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের একই অপরাধ পুনরায় না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে সহযোগীতা করে থানা-পুলিশের একটি দল।

.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪