জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১টার দিকে প্রাইড প্রি-ক্যাডেট স্কুল এবং জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপের উদ্যোগে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাসানুজ্জামান হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করে জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন মামুন সঞ্চালনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, সমাজ বা রাষ্ট্র অসৎ লোকের কারণে নষ্ট হয় না। নষ্ট হয় সৎ লোকের নীরবতায়, সৎ লোক এবং ভালো মানুষের নীরবতায়। তারা মনে করে যা হচ্ছে হোক, আমার তো কিছু হচ্ছে না। তারা ভুলে গেছে নগর পুড়লে দেবালয় এড়ায় না। এটা ওরা ভুলে গেছে। এরা সবাই নিজে ভালো থাকতে চায়।
তিনি আরও বলেন, নগর পুড়লে দেবালয় এড়ায় না। অর্থাৎ নগরে যদি আগুন লাগে, নগরের মসজিদ, মাদ্রাসা গির্জা এগুলোতেই আগুন লাগবে। আগুন বলে না, ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে আগুন লাগা যাবে না।
ইউএনও বলেন, আমরা খুবই আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমরা শুধু নিজেকে নিয়ে ভালো থাকার চিন্তা করি। পাকিস্তান আমলে অনেক আন্দোলন হয়েছে বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য।অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনগুলো হয়েছে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের আগে, যদি ১০৪৭ থেকে ৭০ পর্যন্ত ধরি, অনেক মানুষ মরে গেছে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটে নাই। যা দু-একটা ঘটেছে, সেগুলো বারদের মতো জ্বলে ওঠেছে, অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠেছে।
তিনি আরও বলেন, আমরা যদি আসাদের শার্ট কবিতা দেখি, ৬৯-এর গণ-অভ্যুত্থান, শহীদ আসাদ। একজন মানুষ মরে গেছে, সেটা নিয়ে পুরো দেশ জাতি উত্তাল হয়ে গেছে। তখন মানুষের মাঝে এই জিনিসটা ছিল। এখন আমাদের মাঝে প্রচুর কী তৈরি হয়েয়ে? আত্মকেন্দ্রিকতা তৈরি হয়েছে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের শুধু নিজেদের নিয়ে ভাবলে হবে না।
.
রিপোর্টার্স২৪/এস