| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিস্তার পানি বেড়ে ৪ জেলার নিম্নাঞ্চলে বন্যা হতে পারে

  • আপডেট টাইম: 21-07-2025 ইং
  • 454789 বার পঠিত
তিস্তার পানি বেড়ে ৪ জেলার নিম্নাঞ্চলে বন্যা হতে পারে
ছবির ক্যাপশন: আগামী ১২ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে

রিপোর্টার্স২৪ ডেস্ক :

আগামী ১২ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় এক বিশেষ বার্তায় সংস্থাটি জানিয়েছে, তিস্তা নদীর পানি সমতল আগামী ১২ ঘণ্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টা পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং ৪৮ ঘণ্টায় পানি সমতল হ্রাস পেতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি সমতল। শনিবার সকাল ৯ টা থেকে রোববার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪২ সেন্টিমিটার বেড়েছে, যা বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টা তিস্তা নদীর পানি দোমহনীতে ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টা তিস্তা নদীর উজানে গজলডোবাতে ৪০ সেন্টিমিটার বেড়েছে। এর ফলে আগামী ১২ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪