বগুড়া প্রতিনিধি :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় কৃষকদল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা কৃষকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সী, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সানাউল সায়েম সুমন, জাহিদুল আলম মালেক, মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ।
.
রিপোর্টার্স২৪/এস