| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 21-07-2025 ইং
  • 454683 বার পঠিত
মাদারীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মাদারীপুর সরকারি কলেজে আয়োজিত হয়েছে ‘নবীনবরণ-২০২৫’

মাদারীপুর প্রতিনিধি :

‘নব যুগে নব সাজে এসো নবীন, দূর করে গ্লানি, আলোক ছিনিয়ে আনি’—এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর সরকারি কলেজে আয়োজিত হয়েছে ‘নবীনবরণ-২০২৫’। সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় কলেজের হলরুমে অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে এ বর্ণাঢ্য আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান। সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. লিটন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর বরহামগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর সোহানা বিলকিস, সরকারি সুফিয়া মহিলা কলেজের অধ্যক্ষ রানী রানা বৈদ্য এবং মাদারীপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শরীফ মোহাম্মদ হুব্বুল কবির।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান বলেন,জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা যে দেশ পেয়েছি, আমাদের এই দেশপ্রেম ধরে রাখতে হবে, মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার বিকল্প নেই

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা—এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়ে গড়ে তুলতে হবে নিজেদের ভবিষ্যৎ। এই কলেজে তোমাদের যাত্রা হোক আলোকময়।”

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে নবীনদের শুভেচ্ছা জানানো হয়।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪