| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীর পাংশায় অস্ত্র সহ গ্রেফতার ১

  • আপডেট টাইম: 21-07-2025 ইং
  • 454749 বার পঠিত
রাজবাড়ীর পাংশায় অস্ত্র সহ গ্রেফতার ১
ছবির ক্যাপশন: রাজবাড়ীর পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ সহ সাইদুল শেখ (৩৯) নামে একজন কে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ সহ সাইদুল শেখ (৩৯) নামে একজন কে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার শরিষা ইউনিয়নের বাঘারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইদুল শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত ৩ টার দিকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মোঃ নুর আলী শেখ এর বসত বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার উপরে অভিযান চালিয়ে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার সহ সাইদুল শেখকে গ্রেফতার করা হয়। এসময় ওইখানে থাকা অজ্ঞাতনামা আরো ৩/৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ধৃত আসামী সাইদুল শেখ'র বিরুদ্ধে ইতিপূর্বে ১টি অস্ত্র মামলা ও ২টি ডাকাতির প্রস্তুতি মামলা সহ ১টি মারামারি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪