| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবপুরে ছিনতাইকৃত ট্রাকসহ মালামাল উদ্ধার

  • আপডেট টাইম: 22-07-2025 ইং
  • 453848 বার পঠিত
শিবপুরে ছিনতাইকৃত ট্রাকসহ মালামাল উদ্ধার
ছবির ক্যাপশন: নরসিংদীর শিবপুর থেকে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মালামালসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তিন ছিনতাইকারীকেও আটক করা হয়েছে

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর শিবপুর থেকে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মালামালসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তিন ছিনতাইকারীকেও আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে শিবপুর উপজেলার দক্ষিণসাধারচর ব্রিজের পূর্ব পাশে চাউল বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন-নরসিংদীর মাধবদী থানার খোরদনাপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে হৃদয় মিয়া (৩২) মনোহরদী থানার খিদিরপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাসের ছেলে আকাশ দাস (৩০) হরিকৃষ্ণ দাস এর ছেলে হৃদয় চন্দ্র দাস  (২৮)।

জানা যায়,ট্রাকটি (বগুরা ট-১১-২৫২০ ) বগুড়া থেকে ফ্রেশ কোম্পানির ৬০০ বস্তা চাউল  বুঝাই করে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা ছিল। শিবপুরের দক্ষিণসাধারচর এলাকায় আসার পর দুর্বৃত্তরা সড়কে পুলিশের পোশাকে গাড়ী থামানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে গাড়িটি থামানোর সাথে সাথে পুলিশের পোশাক পরিহিত একজন লোক বলেন ট্রাক গাড়িটিতে অবৈধ মালামাল রয়েছে। তারা গাড়িটি তল্লাশী করবে বলে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গাড়ী হইতে টানা-হেচড়া করে নিচে নামিয়ে গামছা দিয়ে ড্রাইভার ও হেলপারের দুই হাত ও চোখ বেঁধে সাদা রংয়ের প্রাইভেটকারে তুলে নিয়ে কিছুক্ষণ ঘুরাফেরা করে শিবপুর থানাধীন কুন্দারপাড়া সোনাইমুড়ি নামক টিলার সামনে রাস্তার পাশে হাত ও চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে প্রাইভেটকারটি চলে যায়। পরে ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়। শিবপুর মডেলথানার  বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মালামালসহ ট্রাক উদ্ধার ও ছিনতাইকারীদের আটক করা হয়।

নরসিংদী জেলার পুলিশ সুপার মো: আব্দুল হান্নান বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনায় তিনজনকে আটক ও ছিনতাই হওয়া ট্রাক, পুলিশের পোশাক এবং মালামাল উদ্ধার করা হয়েছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪