| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিহত দুই শিক্ষার্থীর টাঙ্গাইলের বাড়িতে চলছে শোকের মাতম

  • আপডেট টাইম: 22-07-2025 ইং
  • 453896 বার পঠিত
নিহত দুই শিক্ষার্থীর টাঙ্গাইলের বাড়িতে চলছে শোকের মাতম
ছবির ক্যাপশন: নিহত দুই শিক্ষার্থীর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরে চলছে শোকের মাতম

টাঙ্গাইল প্রতিনিধি :

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরে চলছে শোকের মাতম।

সোমবার (২১ জুলাই) বিকেলে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠেছে।

নিহত তানভীর আহমেদ (১৪) মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নগরভাদ গ্রামের রুবেল মিয়ার ছেলে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।মেহেনাজ আক্তার হুমায়রা (৮) সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।হুমায়রার বাবা দেলোয়ার হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

নিহত তানভীরের চাচা ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন,তানভীরকে স্কুলে খোঁজাখুজি করা হয়।পরে হাসপাতালে গেলে তার মরদেহ পাওয়া যায়।হাসপাতাল থেকে তানভীরের মরদেহ আজ ভোরে বাড়িতে নিয়ে আসা হয়েছে।সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তানভীরের ছোট ভাই তাসবিরও মাইলস্টোনে পড়ে। তানভীরের ছোট ভাই সুস্থ আছে।

নিহত হুমায়রার চাচাতো ভাই কাউসার আহমেদ বলেন, রাতেই হুমায়রার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। আজ সকাল ৯ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হুমায়রাকে দাফন করা হবে।

এদিকে মেধাবী এ ছাত্রের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুর ইসলাম প্রমুখ।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪