| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৈয়দ দিদারুল মাইজভান্ডারী মারা গেছেন

  • আপডেট টাইম: 23-07-2025 ইং
  • 449958 বার পঠিত
সৈয়দ দিদারুল মাইজভান্ডারী মারা গেছেন
ছবির ক্যাপশন: সৈয়দ দিদারুল মাইজভান্ডারী মারা গেছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক :

মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ, শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।

আজ বাদ এশা মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ডা. দিদারুল হক মাইজভান্ডারী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ছোট ভাই। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তাদের তিন ভাই ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। 

উল্লেখ্য, ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং অছিয়ে গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার ছিলেন।

তিনি গাউছুল আজম মাইজভান্ডারী (ক.)-এর একজন অনুসারী এবং মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪