জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মালিক বিহীন একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা।
দুপুর ১২টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫.৪৫ মিনিটের দিকে নতুনপাড়া বিওপি'র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মোঃ জাকা মোল্লা এর ইট ভাটার পাশে মালিক বিহীন অবস্থায় ১টি বিদেশী পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
.
রিপোর্টার্স২৪/এস