| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম: 30-07-2025 ইং
  • 426659 বার পঠিত
বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে  হত্যা
ছবির ক্যাপশন: নিহত জাহাঙ্গীর

নারায়নগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি দোকানঘরে দলীয় কার্যালয় গড়ে তোলা বিএনপি নেতাদের কাছে ভাড়া চাওয়ায় মালিককে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাহমুদ ইউনিয়নের সালমদী বাজারে স্থানীয় বিএনপির ওই কার্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

নিহত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর হোসেন (৫৭)। তিনি সালমদী নয়াপাড়া গ্রামের প্রয়াত তালেব আলী ভূঁইয়ার ছেলে।

নিহতের ছেলে তাঁত কারখানার শ্রমিক মো. রাসেল মুঠোফোনে বলেন, গত বছরের আগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন পর পাশাপাশি তিনটি দোকান একত্র করে স্থানীয় বিএনপির কার্যালয়ে গড়ে তোলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোতা মিয়া প্রধান। তিনি মাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডেরও সদস্য  ছিলেন।

কার্যালয়টিতে মাহমুদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ব্যানারও সাঁটানো রয়েছে।

“৫ আগস্টের কয়েকদিন পর আমাদের কিছু না জানিয়ে এইখানে পার্টি অফিস বানায় তোতা মিয়া ও তার ছেলে-ভাতিজারা। পাশাপাশি বাকি দুইটা দোকান আমার চাচাদের। চাচাদের ভাড়া দিলেও আমাদের কোনো ভাড়া দিচ্ছিলো না। এ নিয়ে কয়েকবার ভাড়া চাইলেওতারা কোনো ভাড়া দেয়নি। আমার আব্বু আজকে ভাড়া চাইতে গেলে তারে পার্টি অফিসের ভেতরেই মার-ধর করে”, বলেন নিহতের ছেলে রাসেল।

প্রাথমিক তদন্তের বরাতে আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিনও বলেন, দোকানটির মালিক নিহত ব্যক্তি। কয়েকমাস আগে স্থানীয় বিএনপি নেতারা সেখানে দলীয় কার্যালয় গড়ে তোলেন। দোকানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করেই তর্কবিতর্ক হয়। এবং তর্কবিতর্কের এক পর্যায়ে বিএনপির ওই কার্যালয়ের ভেতরেই দোকান মালিককে মারধর করা হয়।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“পুলিশ হাসপাতালে যাওয়ার পর বিষয়টি জেনেছে। এই ঘটনায় ওই এলাকার বিএনপি নেতা তোতা মিয়া প্রধান, তার ছেলে-ভাতিজা ও অনুসারী নেতা-কর্মীর জড়িত থাকার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ”, যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।

মুঠোফোনে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে তোতা মিয়ার ছেলে খোকন প্রধান বলেন, “তিনি (নিহত জাহাঙ্গীর) আমাদের পার্টি অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে। এ নিয়ে তর্কের সময় তোতা প্রধান তাকে (জাহাঙ্গীর) একটি থাপ্পর দেয়, উনিও (জাহাঙ্গীর) তোতা প্রধানের গায়ে হাত তোলেন। ওইখানে আরও মানুষ ছিলেন। পরে হাতাহাতির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।”

নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে খোকন আরও বলেন, “আমরা তার দোকানের অংশটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলাম। কিন্তু উনি আইসা আজকে খুব হৈ-চৈ করেন। ওনাকে মারধর করা হয়নি, হাতাহাতির সময় আঘাতে মারা গেছেন।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪