মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে রূপালী ব্যাংক পিএলসি কর্পোরেট শাখার নতুন ভবনে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের পুরানবাজার নিউ সুপার মার্কেটে শাখায় ফিতা কেটে ভবনের কার্যক্রম উদ্ধোধন করেন ব্যাংকটির ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের প্রধান ও মহাব্যবস্থাপক মো. আবুল হাসান।
এ সময় ব্যাংকের সাধারণ গ্রাহকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রূপালী ব্যাংকের নতুন সম্ভবনাময় দিক ও আধুনিক ব্যাংকিং কার্যক্রম সস্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
সভায় রূপালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ জোনাল অফিসের উপব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আবু জামাল খান সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাংকটির ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক পঙ্কজ কুমার সরকার, মাদারীপুর কর্পোরেট শাখার ব্যবস্থাপক (ডিজিএম) স্বপন কুমার সরকার, শরীয়তপুর কর্পোরেট শাখার ব্যবস্থাপক (ডিজিএম) তারাপদ রায়, পুরানবাজার নিউ সুপার মার্কেটে স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন প্রমুখ।
এস