| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে ব্যবসায়ীকে মারধর, গরু ও টাকা ছিনতাই

  • আপডেট টাইম: 07-08-2025 ইং
  • 405192 বার পঠিত
বেনাপোলে  ব্যবসায়ীকে মারধর, গরু ও টাকা ছিনতাই
ছবির ক্যাপশন: বেনাপোলে ব্যবসায়ীকে মারধর, গরু ও টাকা ছিনতাই

বেনাপোল প্রতিনিধি:

গরু বিক্রির পাওনা টাকার মুল মালিক গরু ব্যবসায়ী আব্দুল আজিজকে না পেয়ে ব্যবসায়িক পার্টনার মনিরুল মল্লিক (৫৫) ও তার ছেলে তুহিন মল্লিককে বেধড়ক মারপিট করে তিনটি গরু ও এক লাখ নগদ টাকা ছিনিয়ে নেওয়ায় ৬ জনকে অভিযুক্ত করে বেনাপোল থানায় মনিরুল মল্লিক অভিযোগ দায়ের হয়েছে।

বুধবার (৬ আগষ্ট) বিকালে  মনির মল্লিক নিজের জীবনের নিরাপত্তা ও বাড়িতে প্রবেশ করলে রাস্তায় তাকে হত্যা করতে পারে এমন আশঙ্কায় নিজে বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর মোড়ে এ ঘটনা ঘটে। আসামিরা হলো কাগমারি গ্রামের জাহান আলী গাজির ছেলে জুয়েল গাজি (৪০), তার ছেলে জিসান গাজি (১৭), জাকির গাজি (৩৫), তার ছেলে জিহাদ গাজী (১৮), রাসেল গাজি (৩০) ও একই গ্রামের বাছের আলীর ছেলে মহাসিন।

বাদি মনিরুল গাজি বলেন, প্রায় এক মাস আগে তার ব্যবসায়িক পার্টনার আব্দুল আজিজ জাকির গাজির শাশুড়ি গয়ড়া গ্রামের বিধবা জাহানারা বেগম এর নিকট থেকে ১ লাখ ৫ হাজার টাকায় একটি গরু ক্রয় করে এক সপ্তাহ পর টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে। এরপর প্রায় এক মাসেরও বেশি সময় পার হলেও আব্দুল আজিজ ওই গরুর দাম পরিশোধ করেননি। এর পরিপ্রেক্ষিতে জাহানারা বেগমের জামাই জাকির গাজিরা মনে করে আমি ওই গরুর পার্টনার হিসাবে জড়িত। তারা আমার একটি গাড়িতে থাকা তিনিটি গরুসহ আমার নিকট থেকে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা আমাকে বেধড়ক মারপিট করে। এ সংবাদ আমার ছেলে পেয়ে ঘটনাস্থলে  আসলে তাকেও রক্তাক্ত যখম করে। বর্তমানে সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আজ বুধবার দুপুরে আমার ছিনিয়ে নেয়া গরু আরো এক লাখ টাকা নিয়ে ফেরত দিয়েছে। আমি বাড়িতে প্রবেশ করতে পারছি না। তারা আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করছে।

ওই গ্রামে জুয়েল গাজীদের কাউকে না পেয়ে জুয়েলের পিতা জাহান আলীর সাথে কথা হয়। জাহান আলী বলেন, প্রায় এক মাস আগে তার ছেলের শাশুড়ী জাহানারার নিকট থেকে এক লাখ ৫ হাজর টাকায় একটি গরু ক্রয় করে বাকিতে মনিরুল ও তার পার্টনার আজিজ। সেই থেকে এ পর্যন্ত তারা টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটে। এর জন্য দায়ী মনিরুল ও আজিজ।

এ বিষয় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, গরুর বিক্রির পাওনা টাকা নিয়ে কাগমারী এলাকায় যে ঘটনা ঘটেছে সে বিষয়ে গরু ব্যবসায়ী মনিরুল মল্লিক বাদি হয়ে ৬ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪