ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে পলাশ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (৬ আগষ্ট) সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের রাজধাঁরপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ১শত টাকা উদ্ধার করা হয়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান বলেন,সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের রাজধাঁরপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরো বলেন তার সাথে থাকা এক মাদক ব্যবসায়ি ব্যক্তি পালিয়ে যায়। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে