মুন্সিগঞ্জ প্রতিনিধি :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে মুন্সিগঞ্জের গজারিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় গজারিয়া প্রেস ক্লাব ও গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই কর্মসূচির আয়োজন করে গজারিয়া প্রেস ক্লাব।এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্তব্যরত সাংবাদিকরা অংশ নেন এবং তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতায় ভয়াবহ আঘাত। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সঠিক সংবাদ পরিবেশন ব্যাহত হবে।প্রতিবাদ সভায় বক্তারা তুহিন হত্যার সুষ্ঠু তদন্তের জন্য আইন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং দেশের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি আরিফিন,সাধারণ সম্পাদক শেখ নজরুল সহ মুকবুল হোসেন,জুয়েল দেওয়ান,আমিরুল ইসলাম নয়ন,আলমগীর হোসেন,খায়রুল ইসলাম হৃদয়,আল আমিন,আমজাদ হোসেন,মাসুদ আহমেদ সহ
স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।