সিনিয়র রিপোর্টার :
রাজধানীর মোহাম্মদপুরের মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়সাল ও সেলিম। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর এ অভিযান শুরু হয়।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানা সাংবাদিকদের বলেন, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এরপর তারা জামিনে এসে ফের সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের দর বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে।
তিনি আরও বলেন, জেনেভা ক্যাম্পে সংঘর্ষের সময় শাহ আলম নামে একজনকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহ আলম সেলুনে কাজ করতো।
এডিসি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। শাহ আলম হত্যার ঘটনায় আরও একটি মামলা দায়ের হবে। এ ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২২) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। তারা হলো বশির বাবুর্চি (৪০), মদিনা (২০) ও ফায়জান (২৫)।