| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: হত্যাকাণ্ডে জড়িত চারজনসহ গ্রেফতার ১৪

  • আপডেট টাইম: 11-08-2025 ইং
  • 387157 বার পঠিত
জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: হত্যাকাণ্ডে জড়িত চারজনসহ গ্রেফতার ১৪
ছবির ক্যাপশন: জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: হত্যাকাণ্ডে জড়িত চারজনসহ গ্রেফতার ১৪

রিপোর্টার্স২৪ ডেস্ক : মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী। এসময় হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া চারজনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র, হেলমেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (১১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৪৬ স্বতন্ত্র ব্রিগেড অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। তিনি বলেন, অভিযান পরিচালনা করে বিভিন্ন হেলমেট এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আমরা ১৪ জনকে গ্রেফতার করেছি।

মাদক ব্যাবসাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, গ্রেফতার ১৪ জনের মধ্যে চারজনের আজকের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। বাকিটা তদন্ত করে আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য বাহিনী যারা আছেন সেটা তারা ব্যবস্থা নেবে।

সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিতের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পের গত দুইদিনের সংঘর্ষের সময়কার ফুটেজে যাদের দেখা গেছে, তাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়। যাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের গ্রেফতার করা হয়েছে।

জেনেভা ক্যাম্পে অপরাধ ও সংঘর্ষ নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

এর আগে সোমবার বিকেল তিনটার দিকে জেনেভা ক্যাম্পে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘বুনিয়া সোহেল’ ও ‘চুয়া সেলিম’ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহ আলম (২২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪