| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ হত্যার ঘটনায় ২য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

  • আপডেট টাইম: 12-08-2025 ইং
  • 386376 বার পঠিত
চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ হত্যার ঘটনায় ২য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ
ছবির ক্যাপশন: চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ হত্যার ঘটনায় ২য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক:

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ  আজ। এর আগে, গতকাল সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা।

মঙ্গলবার (১২ আগস্ট) এ মামলায় হাজির করা হয়েছে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ অপর চার আসামি এখনও পলাতক রয়েছেন।

এর আগে, গত ২১ এপ্রিল এই মামলায় আটজনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

অপরদিকে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৪ জনকে ও সাভারে ইয়ামিন হত্যা মামলায় নায়েক সোহেল, জাকির হোসেন ওরফে মামা জাকিরসহ ৫ আসামিকে আনা হয়েছে ট্রাইব্যুনালে।


 রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪