| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ

আন্দোলনে উত্তাল তোপখানা রোড, যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম: 13-08-2025 ইং
  • 385240 বার পঠিত
জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ
ছবির ক্যাপশন: জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক :

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সারাদেশ থেকে আসা হাজারো শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এতে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।

আজ বুধবার সকাল থেকে সচিবালয় মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকরা অবস্থান নেন। প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলো বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আন্দোলনের আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।


শিক্ষকদের ক্ষোভ ও দাবি

সিলেটের কানাইঘাট থেকে আসা শিক্ষক আলী রহমান বলেন, “বারবার আশ্বাস নিয়ে ফিরে গেছি। এবার আর আশ্বাসে কাজ হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকব।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের আন্দোলনের পর সরকার ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা চালু করেছিল এবং জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিলেও সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের সিদ্ধান্ত দেওয়া হয়। বাজেটে বরাদ্দ থাকা সত্ত্বেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি।


সংগঠনের অবস্থান

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “২০১৮ সালের প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি, অথচ বছরের পর বছর বৈষম্যের শিকার হচ্ছি। আমরা চাই সরকার অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ দিক। এবারও দাবি পূরণ না হলে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।”


তিনি জানান, প্রেস ক্লাবের সামনে থেকে তারা একযোগে দাবি তুলবেন এবং প্রয়োজনে সচিবালয় পর্যন্ত পদযাত্রা করবেন।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪