| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে অটো ভ্যানচালক হত্যা, ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম: 14-08-2025 ইং
  • 384482 বার পঠিত
মাদারীপুরে অটো ভ্যানচালক হত্যা, ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি : 
মাদারীপুরের রাজৈর উপজেলায় অটো ভ্যানচালক আকাশ আকনকে হত্যার ঘটনায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নিহতের মোবাইল ফোন ও অটো ভ্যান উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাজৈর থানাধীন নয়ানগর মাঝকান্দি এলাকার মোতালেব মোল্লার বাড়ির পূর্বপাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা এসে শনাক্ত করেন যে নিহত যুবক আকাশ আকন (১৮), পেশায় ব্যাটারি চালিত অটো ভ্যান চালক। তিনি আগের দিন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় আকাশের পিতা মোঃ আমজাদ আকন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রাজৈর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল গত ১৩ আগস্ট রাতে অভিযান চালায়। এতে  আসামি হায়দার শেখকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে নিহত আকাশের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পরবর্তীতে হায়দারের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে অপর আসামি মোঃ আবু বক্করকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী রাজৈরের হৃদয়নন্দি এলাকার এমদাদুল ফকিরের গ্যারেজ থেকে নিহত আকাশের ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। রাতে ফাঁকা সড়কে টার্গেট করে অটোরিকশা ও অটো ভ্যান ছিনতাই করা তাদের মূল কাজ। প্রয়োজন হলে চালকদের হাত-পা বেঁধে কিংবা হত্যা করেও যানবাহন ছিনতাই করত। নেশার টাকা জোগাড় করার জন্যই তারা এ ধরনের অপরাধে লিপ্ত হয়েছিল।এ ঘটনায় মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪