সিনিয়র রিপোর্টার : লায়লা নামে এক নারীকে মারধরসহ হুমকি-ধমকির অভিযোগে ক্যান্টনমেন্ট থানার নন-এফআইআর মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তার জামিনের আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। পরে পুলিশ মামুনকে আদালতে পাঠালে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
প্রিন্স মামুনের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পুলিশ প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসে। আমরা তার জামিনের প্রার্থনা করি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে ভাটারা থানার ওসি মো: রাকিবুল হাসান বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে ভোরে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত বছরের ৪ জুন প্রিন্স মামুন লায়লার বাড়িধারা ডিওএইচএসের বাসায় এসে তার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেন। তাকে মারধরসহ বিভিন্ন প্রকার হুমকি দেন, এমনকি প্রাণনাশেরও ভয় দেখান। পরে লায়লা ক্যান্টনমেন্ট থানায় জিডি করেন। এর আগে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ওই নারী। লায়লা ও মামুন র্দীঘদিন একসঙ্গে বসবাস করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও কনন্টেন তৈরি করে আসছিলো। মামলার পর থেকে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
রিপোর্টার্স২৪/এসএন