রিপোর্টার্স২৪ ডেস্ক : উপদেষ্টা আসিফ মাহমুদ রাতে মাঝেমধ্যে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। সেখানে দোকান বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিনে যান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথা বলেন।
সম্প্রতি রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তিনি চাঁদাবাজিতে মাহমুদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তবে জানে আলম অপুর অভিযোগ নাকচ করেছেন আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই।
চাঁদাবাজির ঘটনায় তাকে উদ্দেশ্যপ্রণোদিত জড়ানো হয়েছে বলে দাবি করেন।
এসময় সাংবাদিকরা জিজ্ঞেস করেন, জানে আলম অপুর দাবি করা ওই দিনে গুলশান গিয়েছিলেন কি না? তখন আসিফ মাহমুদ বলেন, রাতে মাঝেমধ্যে কাজ শেষ করতে ভোর হয়ে যায়, ওই সময় খাবার দেওয়ার জন্য বাসায় কেউ থাকে না। অনেক সময় ৩০০ ফিটের নীলা মার্কেটে যান। ওখানে হাঁসের মাংস ভালো পাওয়া যায়। বেশি ভোর হয়ে গেলে ওটা বন্ধ থাকে।
রিপোর্টার্স২৪/এসএন