জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করতে কাজ করবে। মঙ্গলবার (১১ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় ধরনের সতর্কবার্তা দিয়েছেন দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। নতুন টেলিকম নীতি বাস্তবায়নের পর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বৃদ্ধি পাবে।
বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে এবং এসএমএস এর মাধ্যমে পরবর্তী ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্যাদি দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হবে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার ব্যবহারকারীদের রিলস আসক্তি কমাতে এনেছে নতুন ফিচার ‘শর্টস টাইমার’। দীর্ঘসময় ধরে রিলস দেখার কারণে অনেক ব্যবহারকারী রাতের অন্ধকারে দিন গুনে ফেলেন, কাজের ক্ষতি হয় এবং দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করে স্বাস্থ্যেরও ক্ষতি হয়।
অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ করা এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর চালু করা হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এতে দেশের নেটওয়ার্কে নিবন্ধনবিহীন কিংবা আনঅফিসিয়াল ফোনের ব্যবহার বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।
‘ঘোস্ট পোস্ট’ নামে নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস। এই ফিচার ব্যবহার করে কোনো পোস্ট ২৪ ঘণ্টা পর নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা এখন চাইলে অস্থায়ীভাবে নিজেদের ভাবনা বা মন্তব্য শেয়ার করতে পারবেন। যেগুলো একদিন পর স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু তথ্যপ্রযুক্তি নয়, মানুষের ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলছে। চ্যাটজিপিটি কিংবা মেটা এআই–এর মতো জনপ্রিয় চ্যাটবটগুলোতে অনেক সময় ব্যবহারকারীরা রোমান্টিক কথোপকথনেও জড়িয়ে পড়ছে। যা শিশুদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
ফেসবুক ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন এক প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের ফেসবুক লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি। গবেষকদের মতে, প্রতারকরা কেএফসি, রেড বুল, ফেরারি সহ আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ব্র্যান্ডের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন প্রকাশ করছে। এগুলো দেখতে সত্যিকার চাকরির বিজ্ঞাপনের মতোই, কিন্তু আসলে এটি একটি ফিশিং ফাঁদ।
জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের প্রধান প্রতিষ্ঠান মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এর আগে মূলত মেটার এআই বিভাগে দ্রুত জনবল বাড়াতে ‘ওপেনএআই ও অ্যাপলের’ মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের শীর্ষ গবেষকদের আকর্ষণীয় বেতনে নিয়োগ দেওয়া হয়েছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ঘিরে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। কয়েকশ শিক্ষার্থী ক্যাম্পাসে একজোট হয়ে বিক্ষোভ করতে থাকেন।
বিশ্বে প্রথমবারের মতো একটি স্টার্টআপ দাবি করেছে, তারা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে যা দৃষ্টিশক্তি হারানো মানুষদের আবার দেখার ক্ষমতা ফিরিয়ে দিতে পারে। অর্থাৎ স্টার্টআপটির বিজ্ঞানীরা একটি রেটিনা ইমপ্লান্ট বা চোখের পর্দায় বসানো যন্ত্র তৈরি করেছেন, যা দৃষ্টি হারানো মানুষদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের সক্ষমতা দিতে পারে বলে জানানো হয়েছে।
জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক এখন টিকটকে রূপ নিচ্ছে। মেটা জানিয়েছে, তারা রিলস ফিচার আরও উন্নত করছে। যাতে ব্যবহারকারীরা আরও বেশি সময় ভিডিও দেখতে আগ্রহী হন। নতুন আপডেটে ফ্রেন্ড বাবল নামে একটি বিশেষ ফিচার যুক্ত হচ্ছে। যেখানে কোনো বন্ধু কোনো রিলসে লাইক দিলে ভিডিওর নিচের কোণে তার প্রোফাইল বাবল দেখা যাবে।
কোনো ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচার হলে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে। রোববার (১৯ অক্টোবর) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। শনিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
ইনস্টাগ্রাম শিগগিরই নতুন নিরাপত্তা ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের এআই চ্যাটবটের সঙ্গে কথা বলা বন্ধ করতে পারবেন। মেটা জানিয়েছে, নতুন ফিচারগুলো আগামী বছর ধাপে ধাপে চালু হবে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : মেটার উদ্যোগে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মধ্যে আরও নিবিড় সংযোগ তৈরি হচ্ছে। শীঘ্রই জনপ্রিয় ফেসবুকের প্রোফাইল লিংক মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে। আর এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুক প্রোফাইলের লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে এক জায়গা থেকেই নিজেদের পরিচয়, সংযোগ এবং সামাজিক উপস্থিতি সহজে শেয়ার করতে পারবেন।