| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু নির্বাচনের আগেই যেভাবে জিতে গেলো শিবির

  • আপডেট টাইম: 01-09-2025 ইং
  • 326829 বার পঠিত
ডাকসু নির্বাচনের আগেই যেভাবে জিতে গেলো শিবির
ছবির ক্যাপশন: এফ শাহজাহান

ডাকসু নির্বাচন স্থগিতের রায় শোনার সঙ্গে সঙ্গে সবাই বুঝতে পেরেছিলেন যে,  শিবিরের নিশ্চিত বিজয় দেখতে পেয়েই আদালতের মাধ্যমে নির্বাচন বানচালের পথ বেছে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এতোদিন দখলে রাখা ইসলামবিরোধী শক্তিগুলো। 

অপরদিকে চেম্বার জজ আদালত কর্তৃক হাইকোর্টের ডাকসু নির্বাচন স্থগিতের সেই রায় স্থগিত করার ফলে যখন ডাকসু নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেলো, তখনও সবাই বুঝে গেছেন যে নির্বাচনের আগেই একধরনের জয় পেয়েছে শিবির। 

হাইকোর্টের রায়ে ডাকসু নির্বাচন স্থগিত করা এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলে চেম্বার জজ আদালতের রায়ে নির্বাচনের বাধা সরে যাওয়ায় ভোটের আগেই জিতে গেলো ইসলামী ছাত্র শিবির। 

ডাকসু নির্বাচনে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম রিটটি দায়ের করেছিলেন। সেই রীটের শুনানী শেষে ডাকুস নির্বাচন স্থগিতের রায় দিয়েছিলো হাইকোর্ট।

মূলত শিবিরের নিশ্চিত বিজয় ঠেকানোর সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর সর্বশেষ ষড়যন্ত্র হিসেবে আদালতকে ব্যবহার করতে চেয়িছিলো শিবির বিরোধীরা। চেম্বার জজ আদালতের রায়ে তাদের সেই সড়যন্ত্রও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় আপাতত শিবিরের কাছে নৈতিকভাবে পরাজিত হয়েছেন শিবিরবিরোধী পক্ষগুলো।

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বামজোটের এক রিটের শুনানি শেষে এ আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। 

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব ডাকসু নির্বাচনের স্থগিতাদেশ স্থগিত করার মাধ্যমে নির্বাচনের বাধা দূর করে দিয়েছেন।

আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।

শিবিরের প্যানেলের পক্ষে সাধারন শিক্ষার্থীরা যেভাবে খোলামেলা মতামত ব্যক্ত করছিলেন, তাতে প্রায় সবাই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ডাকসুতে এবার পূর্ণ প্যানেলে শিবিরই বিজয়ী হবে।

ইসলামী ছাত্রশিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নিশ্চিত বিজয় টের পেয়ে ডাকুস নির্বাচন বানচালের বহুমূখী চেষ্টা চালাচ্ছিল সম্মিলিত রাম-বাম ও ইসলামবিরোধী শক্তিগুলো। 

প্যানেল ঘোষণার পর থেকেই শিবিরের বিজয় টের পেয়েছিল ইসলামবিরোধী রাব-বাম সংগঠনগুলো। সেদিন থেকেই তারা ডাকসু নির্বাচন বানচালের নানা ওসিলা তালাশ করছিল। শিবিরকে সন্ত্রাসী তকমা দেওয়ার জন্য তারা বার বার শিবিরকে উত্যক্ত করছিলো। 

শিবির কৌশলে তাদের পাতা ফাঁদে পা না দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলো। এতে করে  নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছিলো, শিবিরের বিজয় ততই নিশ্চিত হয়ে উঠছিল।

নানাভাবে শিবিরকে উত্যক্ত করে সন্ত্রাসী কর্মকান্ডের উস্কানীতেও কাজ না হওয়ায় আদালতে মামলা ঠুকে দিয়ে আপাতত স্বস্তির নিশ্বাস ফেলতে চেয়েছিলেন শিবির বিরোধী ছাত্র সংগঠনগুলো। চেম্বার জজ আদালতের রায়ে ডাসিু নির্বাচনের বাধা অপসারিত হওয়ায় ষড়যন্ত্রকারীরা নৈতিকভাবে শিবিরের কাছে পরাজিত হয়েছেন।

আগামী ৯ সেপ্টেম্বর ডাকুস নির্বাচন। নির্বাচন কমিশন সেই মোতাবেক সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ছাত্রসংগঠনগুলোও তাদের নিজ নিজ প্যানেলের বিজয়ের জন্য সব রকমের চেষ্টা তদবির করে যাচ্ছে।

ডাকসু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছিল,শিবিরের বিজয় ততই নিশ্চিত হচ্ছিল। নির্বাচনী প্রচারণার মধ্যেই বার বার আলোচনার শীর্ষে অবস্থান করছিল ইসলামী ছাত্রশিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল।

আজ হাইকোর্টের রায়ের মাধ্যমে ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যলয়ের ৫০ হাজার শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। এই রায়ে ডাকসু নির্বাচনের প্রায় ৪০ হাজার ভোটার যেমন বিজয়ী হয়েছেন ,তেমনি ভোটের আগেই বিজয়ী হয়েছে বহু ষড়যন্ত্রের শিকার ইসলামী ছাত্রশিবির।

............................................. 

এফ শাহজাহান

ক্রাইসিস অ্যনালাইসিস

১ সেপ্টেম্বর ২০২৫

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪