| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসী লিটন

  • আপডেট টাইম: 04-09-2025 ইং
  • 315546 বার পঠিত
এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসী লিটন
ছবির ক্যাপশন: কথা বলছেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষ। এবার এশিয়া কাপের লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ।

বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে বাংলাদেশের হোয়াইটওয়াশের স্বাদ হাতছাড়া হলেও সিরিজ জয় পেয়েছে ২-০ ব্যবধানে। টানা তিন সিরিজে জয়ের ধারায় আত্মবিশ্বাসের তুঙ্গে লিটন দাসের দল।

শেষ ম্যাচে ৪৬ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলে সিরিজ সেরা হয়েছেন লিটন। সিরিজে দুই ফিফটি করা এই টাইগার অধিনায়ক জানালেন, অধিনায়কের পারফরম্যান্স দলের মনোবলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

লিটন বলেন, ‌‌‌‌অধিনায়ক যখন পারফর্ম করতে পারেন না, তখন দল মানসিকভাবে ভেঙে পড়ে।

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, হংকং ও আফগানিস্তান। আফগানদের বিপক্ষে লড়াই নিয়েও বেশ প্রস্তুত লিটনবাহিনী। সাম্প্রতিক সময়ে একাধিকবার মুখোমুখি হওয়ায় রশিদ খানের দলের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালোই জানেন টাইগাররা।

লিটন বলেন, আমাদের প্লেয়াররা জানে আফগানদের কোন জায়গায় শক্তি, কোথায় দুর্বলতা। তারা যেমন স্পিন নিয়ে আসবে, আমরাও হাত গুটিয়ে বসে থাকব না, আমাদেরও হাতে পেস-স্পিন অপশন আছে।

সিরিজ শেষে লিটন বিশেষভাবে প্রশংসায় ভাসালেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে। তার মতে, ব্যাটসম্যানদের জন্য দারুণ এই ভেন্যু, যা এশিয়া কাপের প্রস্তুতিতে দারুণ সহায়ক হয়েছে।

লিটন বলেন, সিলেটে খেলা সত্যিই উপভোগ্য। আউটফিল্ড চমৎকার, ব্যাটিংয়ের জন্য পরিবেশও দারুণ। মিরপুরের মতো স্ট্রাগল এখানে করতে হয় না।

সবমিলিয়ে তিন সিরিজে জয়ের ধারাবাহিকতা, অধিনায়কের ফর্ম এবং সিলেটে দারুণ প্রস্তুতির সমন্বয়ে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ দল। এশিয়া কাপে তাই আত্মবিশ্বাসই হবে টাইগারদের সবচেয়ে বড় পুঁজি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪