রিপোর্টার্স২৪ ডেস্ক : সময়ের সঙ্গে বেড়েই চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার। গুগল এবার তাদের এআই সেবার জন্য একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। এর নাম এআই প্লাস। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায় এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা কম খরচে ‘জেমিনি ২.৫ প্রো’ মডেল এবং ভিডিও তৈরির টুল ‘ভিও থ্রি’ ব্যবহার করতে পারবেন। নতুন এই প্ল্যানটিতে এতে ফ্রি প্ল্যানের চেয়ে অনেক বেশি সুবিধা রয়েছে, তবে প্রো এবং আলট্রা টিয়ারের তুলনায় কিছুটা কম।
যেসব সুবিধা থাকছে এই প্ল্যানে
জেমিনি ২.৫ প্রো মডেল ব্যবহারের সুযোগ।
ভিও থ্রি ভিডিও জেনারেশন টুল।
গুগল ওয়ার্কপ্লসের মধ্যে জেমিনি সাইড প্যানেল।
জিমেইল, গুগল ড্রাইফ এবং ফটোসের জন্য মোট ২০০ জিবি ক্লাউড স্টোরেজ।
বর্তমানে এই এআই প্লাস প্ল্যানটি শুধু ইন্দোনেশিয়ায় চালু হয়েছে। সেখানে এর মাসিক মূল্য ৭৫,০০০ রুপিয়া যেটা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫৪ টাকার সমান। প্রথম ছয় মাসের জন্য এই প্ল্যানটি ৫০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে।
রিপোর্টার্স২৪/ঝুম